রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Pallabi Ghosh | ২৭ অক্টোবর ২০২৩ ১৪ : ৩৮Pallabi Ghosh
আবু হায়াত বিশ্বাস, দিল্লি: ‘কাম কিয়া দিল সে, কংগ্রেস ফির সে।’ রাজস্থানের ভোটে কংগ্রেসের ক্যাচ লাইন এটাই। পাঁচ বছর অন্তর যে রাজ্যের পালা বদল হয়, সেই রাজ্যে ফের ক্ষমতায় ফিরতে মরিয়া কংগ্রেস। মরু রাজ্যের বিধানসভা ভোটের ইতিহাস বলছে, তিন দশকের বেশি সময় ধরে ‘রিওয়াজ’ হয়ে গেছে পাঁচ বছর অন্তর রাজ্যের পালা বদলের। এবার সেই রিওয়াজ বদলের ডাক দিয়েছে হাত শিবির। মরুরাজ্যে ক্ষমতায় ফিরতে কোনও ত্রুটি রাখছেন না মুখ্যমন্ত্রী অশোক গেহলট। নির্বাচন ঘোষণার আগে একাধিক জনমোহিনী প্রকল্পের সূচনা করেছিলেন। নির্বাচন ঘোষণার পরেও একের পর এক প্রতিশ্রুতি দিয়ে চলেছেন তিনি। রাজস্থানে তখত দখলে রাখতে ৭ গ্যারান্টির ঘোষণা করেছে কংগ্রেস। দলের প্রতিশ্রুতি ফের ক্ষমতায় ফিরলেই গ্যারান্টি বাস্তবায়ন করবে কংগ্রেস। দলের দাবি, গেহলট সরকার রাজ্যে যে উন্নয়নমূলক কাজ করেছেন, তাতে এবার দীর্ঘদিনের পরম্পরার বদল হবেই। রাজ্যের স্বাস্থ্য প্রকল্প চিরঞ্জীবী যোজনার বীমার অঙ্ক বৃদ্ধি থেকে ‘ইন্দিরা গান্ধী স্মার্টফোন যোজনার’ মাধ্যমে মহিলাদের বিনামূল্যে মোবাইল বিলি করছে কংগ্রেস সরকার। যার ভাল প্রভাব পড়ছে মরুরাজ্যের প্রত্যন্ত এলাকায়। দলের নেতারা দাবি করছেন, রাজস্থানের কংগ্রেস সরকার উন্নয়নে ভর করে ভোটে জিতবে।
কংগ্রেসের দেওয়া গ্যারান্টির তালিকায় যেমন রয়েছে রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তারা কথা। তেমনই রয়েছে পুরনো পেনশন যোজনা বহাল রাখার ঘোষণা। রয়েছে ২ টাকা কেজি দরে পশু পালকদের কাছ থেকে গোবর কেনার গ্যারান্টিও। কংগ্রেসের গ্যারান্টির তালিকায় রয়েছে, রাজ্যের ১ কোটির বেশি পরিবারকে ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়ার কথা। রয়েছে প্রত্যেক পরিবারের মহিলা প্রধানদের বছরে ১০ হাজার টাকার আর্থিক সহায়তা। প্রত্যেক পড়ুয়াকে ইংরেজি মাধ্যমে শিক্ষা, ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে দুর্যোগ ত্রান বীমার গ্যারান্টি। কলেজের প্রথম বর্ষের পড়ুয়াদের ল্যাপটপ/ট্যাবলেট দেওয়ার ঘোষণাও। সব মিলিয়ে রাজ্যের মানুষের জনসমর্থন আদায়ে কোনও ত্রুটি রাখছে না কংগ্রেস। অন্যদিকে, বিজেপির হাতিয়ার দুর্নীতি। মহিলা সুরক্ষায় ব্যর্থতা নিয়ে সরব গেরুয়া শিবির। বিজেপি নেতাদের বক্তব্য, ‘গেহলট সরকারের পাঁচ বছরে কেবল উন্নয়নের নামে ফাঁপা বুলি দিয়ে বোকা বানিয়েছে জনগণকে। বাস্তবে উন্নয়ন কিছুই হয়নি। না কর্মসংস্থান হয়েছে, না শিক্ষিত বেকারদের মিলেছে ভাতা। ওদের চাই কেবল ক্ষমতা।’ দলের আরও বক্তব্য, কংগ্রেসের জঙ্গলরাজে রাজস্থানের মানুষ ত্রস্ত। গেহলট সরকারের বিদায়ের জন্য মানুষ মুখিয়ে আছে। তবে বিজেপি নেতারা মুখে যাই বলুন না কেন, দলীয় কোন্দলে জেরবার রাজস্থান বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াতের সঙ্গে বনিবনা হচ্ছে না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার। বিজেপি মুখ্যমন্ত্রী চেহারা ছাড়াই ওই রাজ্যে লড়ছে।
এদিকে, ভোটের দিন এগিয়ে আসতেই রাজ্যে কংগ্রেস নেতাদের হেনস্থা শুরু হয়েছে কেন্দ্রীয় এজেন্সির। দলের অভিযোগ, রাজ্যে বিজেপি হার নিশ্চিত বুঝেই ইডিকে নামিয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাজ্যের কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং ডোটাসরা ও বিধায়ক প্রকাশ হুদালার বাড়িতে হানা দিয়েছিল ইডি। ওই দিনই মুখ্যমন্ত্রী অশোক গেহলটের পুত্র বৈভব গেহলটকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠায় ইডি। ভোট মুখী রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির হানায় প্রতিহিংসার রাজনীতি দেখছেন কংগ্রেস নেতারা। শুক্রবার অশোক গেহলট অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইশারায় নাচছে ইডি, সিবিআই এবং আয়কর বিভাগ।
নানান খবর
নানান খবর

স্বামীকে গাড়িতে পিষে মারতে চেয়েছিলেন! স্ত্রী ও প্রেমিকের কাণ্ডে চোখ কপালে সকলের

পাবজি আসক্তি জীবনে নিয়ে আসতে পারে বিপদ, জড়িয়ে পড়তে পারেন মাদক চক্রে

ভারী বৃষ্টিতে বন্যা-ভূমিধস, বিপর্যস্ত জম্মু ও কাশ্মীর, মৃত্যুমিছিল জারি

কর্ণাটকে রোহিত ভেমুলা আইন প্রণয়নের পথে, সিদ্ধারামাইয়ার চিঠি রাহুল গান্ধীকে

মুম্বইয়ে তাণ্ডব! ১৬ বছরের 'গুন্ডা'র কীর্তিতে তটস্থ পুলিশ!

ঋষিকেশ মর্মান্তিক দুর্ঘটনা ! ভিডিও দেখলে চমকে উঠবেন আপনিও

বিয়ের দু'দিন আগে ভেন্টিলেশনে পাত্র, পাত্রীর কীর্তি শুনে চোখ কপালে পুলিশের

ডিনার খেয়েই মৃত্যুর কোলে ঢোলে পড়ল ৩ সন্তান, 'পথের কাঁটা'দের সরাতে শিক্ষিকার কীর্তিতে শিউরে উঠল পুলিশ

জেলা, ব্লক স্তরে জনসভা, বাড়ি বাড়ি অভিযানে নামছে দল, রাজ্যে রাজ্যে ‘সংবিধান বাঁচাও’ র্যালি করবে কংগ্রেস

ফুরফুরে মেজাজে বিয়ের আসরে হবু স্ত্রীর ঘোমটা তুলতেই হতবাক যুবক! কী এমন দেখলেন?

এটিই ভারতের সবচেয়ে সস্তা বাতানুকূল ট্রেন, গতিতে রাজধানী এক্সপ্রেসের প্রতিদ্বন্দ্বী! জানেন কোন ট্রেন?

গোটা গ্রামের খালি পা! দেখেই তাজ্জব উপমুখ্যমন্ত্রী, এরপরই সকল গ্রামবাসীকে জুতো উপহার পবন কল্যাণের

বাচ্চা দেখেই ঘেউ ঘেউ করার শাস্তি, পোষ্য কুকুরকে গাড়িতে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হল ১২ কিমি!

ছত্তিশগড়ে একসঙ্গে ২২ মাওবাদীর আত্মসমর্পণ, এদের মাথার দাম ছিল ৪০.৫ লক্ষ টাকা

কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক রদবদল: রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হলেন অরবিন্দ শ্রীবাস্তব